সিলেটের শিক্ষা প্রতিষ্ঠান
শিক্ষার ক্ষেত্রে সিলেট
বাংলাদেশের একটি অগ্রসর অঞ্চল।
- জুনিয়র হাইস্কুল - ৩৭ টি। মাধ্যমিক হাইস্কুল (সরকারী) - ৬ টি। বেসরকারী মাধ্যমিক হাইস্কুল - ২৮৫ টি।
- মাদ্রাসাঃ (দাখিল) ৮৭ টি। আলিম- ২৩টি। ফাজিল - ১০ টি। কামিল - ৮ টি।
- উচ্চ মাধ্যমিক কলেজঃ (সরকারী) - ২ টি। বে-সরকারী ২০টি।
- ডিগ্রি কলেজঃ (সরকারী)- ২টি। বেসরকারী -১৮। অনার্স (সরকারী) - ৩টি। মাষ্টার্স (সরকারী) - ২টি। মাষ্টার্স বেসরকারী - ১টি।
এছাড়াও সিলেটে রয়েছে ২টি সরকারী বিশ্ববিদ্যালয় (১টি কৃষি), ৪টি
বে-সরকারী বিশ্ববিদ্যালয়, ৪টি মেডিকেল কলেজ, ২টি টিচার্স ট্রেনিং কলেজ,
১টি পলিটেকনিক ইন্সটিটিউট, ১টি ইমাম প্রশিক্ষণ কেন্দ্র।
- উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলোঃ
- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়
- এম এ জি ওসমানী মেডিকেল কলেজ
- সিলেট ইইঞ্জিনিয়ারিং কলেজ
- লিডিং ইউনিভার্সিটি
- সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- মেট্রোপলিটন ইউনিভার্সিটি
- নর্থ ইষ্ট ইউনিভার্সিটি
- মুরারিচাঁদ কলেজ
- মদনমোহন কলেজ