navbar menu

Search This Blog

Bangladesh National Museum │ বাংলাদেশ জাতীয় যাদুঘর │ Hasan iT Bangla



 Hasan iT Bangla We create Information and Technology videos for you. ---------------------------------------------------------------------------------------- 

বাংলাদেশ জাতীয় জাদুঘর বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে অবস্থিত দেশের জাতীয় জাদুঘর। এটি ২০, মার্চ, ১৯১৩ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়, এবং ৭ আগস্ট, ১৯১৩ খ্রিষ্টাব্দে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ১৯৮৩ খ্রিষ্টাব্দের ১৭ নভেম্বর তারিখে এটিকে জাতীয় জাদুঘরের মর্যাদা দেয়া হয়। জাদুঘরটি শাহবাগ মোড়ের সন্নিকটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক ও চারুকলা ইন্সটিটিউটের পাশে অবস্থিত। এখানে নৃতত্ত্ব, চারুকলা, ইতিহাস, প্রকৃতি এবং আধুনিক ও প্রাচীন বিশ্ব-সভ্যতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইত্যাদি বিষয়ে আলাদা ৪৪টি প্রদর্শনশালা (গ্যালারি) রয়েছে। এছাড়া এখানে একটি সংরক্ষণাগার, গ্রন্থাগার, মিলনায়তন, সিনেস্কেইপ এবং চলচ্চিত্র প্রদর্শনালয় রয়েছে। 

(সোর্সঃ উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ )

Dear Friends,
If you like this post, kindly comment below the post and do share your response.
Thanks for reading our post:)

XI CLASS ADMISSION SYSTEM (SESSION 2020 - 2021)

XI CLASS ADMISSION Website : http://www.xiclassadmission.gov.bd/

-------------------------------------------------------------------------------------------

Apply Now : http://xiapp2.xiclassadmission.gov.bd/board/application/applicationForm_TT

-------------------------------------------------------------------------------------------

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন ০৯/০৮/২০২০ইং থেকে শুরু করে ২০/০৮/২০২০ ইং পর্যন্ত গ্রহণ করা হবে।